শনিবার । ডিসেম্বর ১৩, ২০২৫
বাংলা টেলিগ্রাফ ডেস্ক দেশজুড়ে ৮ ডিসেম্বর ২০২৫, ৯:৫১ অপরাহ্ন
শেয়ার

আসছে শৈত্যপ্রবাহ ‘পরশ’, তাপমাত্রা নামতে পারে ৮ ডিগ্রিতে


cold

দেশে মৌসুমের প্রথম মৃদু শৈত্যপ্রবাহ ‘পরশ’ আসছে বলে জানিয়েছে আবহাওয়া পর্যবেক্ষক সংগঠন বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম (বিডব্লিউওটি)। সোমবার (৮ ডিসেম্বর) তাদের ফেসবুক পেজে প্রকাশিত এক পোস্টে বলা হয়, ১৪ থেকে ২০ ডিসেম্বর পর্যন্ত শৈত্যপ্রবাহটি সক্রিয় থাকতে পারে।

বিডব্লিউওটির পূর্বাভাস অনুযায়ী, শৈত্যপ্রবাহ সক্রিয় থাকার সময় রংপুর, রাজশাহী, খুলনা ও সিলেট বিভাগের কিছু এলাকায় তাপমাত্রা নামতে পারে ৮–১০ ডিগ্রি সেলসিয়াসে।

এরই মধ্যে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, চলতি শীত মৌসুমে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ১০.৫ ডিগ্রি সেলসিয়াস। পাশাপাশি মৌলভীবাজারের শ্রীমঙ্গল ১১ ডিগ্রি, কুমিল্লা, বদলগাছী, গোপালগঞ্জ ও রাজারহাটে ১২.৫ ডিগ্রি, এবং যশোর–চুয়াডাঙ্গায় ১২.৪ ডিগ্রি তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।

পূর্বাভাসে আরও বলা হয়েছে, ডিসেম্বর মাসজুড়ে দিন ও রাতের তাপমাত্রা ধীরে ধীরে কমতে থাকবে। মাসের মাঝামাঝি সময়ে দেশের পশ্চিম ও উত্তরাঞ্চলে ১–২টি মৃদু থেকে মাঝারি শৈত্যপ্রবাহ বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে।