শনিবার । ডিসেম্বর ১৩, ২০২৫
বাংলা টেলিগ্রাফ ডেস্ক দেশজুড়ে ৯ ডিসেম্বর ২০২৫, ৯:৫০ পূর্বাহ্ন
শেয়ার

শীতে কাঁপছে তেঁতুলিয়া, তাপমাত্রা আজও ১০ ডিগ্রির ঘরে


tetulia

ফাইল ছবি

দেশের সর্ব উত্তরের জেলা পঞ্চগড়ের তেঁতুলিয়ায় শীতের তীব্রতা দিন দিন বাড়ছে। টানা চার দিন ধরে এখানকার তাপমাত্রা ১০ ডিগ্রির ঘরে অবস্থান করছে। মঙ্গলবার সকাল ৬টায় তেঁতুলিয়ায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১০ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস, আর বাতাসের আর্দ্রতা ছিল ৯৯ শতাংশ।

শীত বাড়ার সঙ্গে সঙ্গে ঘন কুয়াশায় ঢেকে যাচ্ছে পুরো জেলা। ভোর থেকে দুপুর পর্যন্ত কুয়াশার কারণে জনজীবন স্থবির হয়ে পড়ছে। হাড়কাঁপানো ঠাণ্ডা উপেক্ষা করে জীবিকার তাগিদে বাইরে বের হতে বাধ্য হচ্ছেন খেটে খাওয়া মানুষ। অনেকেই রাস্তাঘাট, বাড়ির সামনে কিংবা চায়ের দোকানের পাশে খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছেন।

শীতের প্রকোপে হাসপাতালগুলোতে ঠাণ্ডাজনিত রোগীর সংখ্যা বেড়ে গেছে। বিশেষ করে শিশু ও বয়স্করা বেশি আক্রান্ত হচ্ছেন।

গত তিন দিন ধরেই তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা ১০ দশমিক ৪ থেকে ১০ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ঘোরাফেরা করছে, যা চলতি মৌসুমের সর্বনিম্ন।

তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্রনাথ রায় জানান, ডিসেম্বরের শুরুতেই তাপমাত্রা ১০ ডিগ্রির ঘরে নেমে আসা শীতের আগাম বার্তা। সামনে আরও তীব্র শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেন তিনি।