
রাত ৮টা ১২ মিনিটে পুলিশি নিরাপত্তায় সচিবালয় থেকে বের হন তিনি
সচিবালয়ে ছয় ঘণ্টারও বেশি সময় অবরুদ্ধ ছিলেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। রাত ৮টা ১২ মিনিটে পুলিশি নিরাপত্তায় সচিবালয় থেকে বের হন তিনি।
সচিবালয়ে কর্মরত নন-ক্যাডার কর্মকর্তা–কর্মচারীরা ২০ শতাংশ ‘সচিবালয় ভাতা’ বাস্তবায়নের দাবিতে আন্দোলন করছেন। দাবির অংশ হিসেবে বুধবার দুপুর ২টার পর থেকে তারা অর্থ উপদেষ্টাকে নিজ দপ্তরে অবরুদ্ধ করে রাখেন। অবরোধ চলাকালে বিক্ষোভকারীরা দরজার সামনে হ্যান্ড মাইক নিয়ে স্লোগান দেন এবং ‘ভুয়া ভুয়া’ স্লোগানও শোনা যায়।
এর আগে আন্দোলনকারীদের কাছে বার্তা পাঠানো হয়, তাদের দাবি অনুযায়ী আগামী সোমবার প্রজ্ঞাপন জারি করা হবে। কিন্তু তারা তা মানেননি; আজই প্রজ্ঞাপন জারির দাবিতে অবস্থান অব্যাহত রাখেন।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে রাত ৮টার আগে পুলিশের একটি বিশেষায়িত ইউনিট সচিবালয়ে প্রবেশ করে। এসময় বিক্ষোভকারীরা বাঁশি বাজিয়ে পুলিশকে ছত্রভঙ্গ করার চেষ্টা করেন। একপর্যায়ে পুলিশের সঙ্গে আন্দোলনকারীদের ধস্তাধস্তিও হয়। উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যেই রাত ৮টা ১২ মিনিটে পুলিশের নিরাপত্তা বেষ্টনীতে অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদকে সচিবালয় থেকে বের করে আনা হয়।





































