Search
Close this search box.
Search
Close this search box.

নির্বাচনের জন্য মালয়েশিয়ার সংসদ বিলুপ্ত ঘোষণা

নির্বাচনের পথ সুগম করতে মালয়েশিয়ার সংসদ বিলুপ্ত ঘোষণা করেছেন দেশটির প্রধানমন্ত্রী নাজিব রাজাক। ক্ষমতার পাঁচ বছরের মেয়াদ শেষ হওয়ার দুই মাস আগেই শুক্রবার টেলিভিশনে দেয়া এক ভাষণে তিনি এ ঘোষণা দেন।

chardike-ad

নাজিব বলেন, ‘জনগণকে অবগত করছি যে- আমি মালয়েশিয়ার রাজার সঙ্গে দেখা করেছি। তার কাছে শনিবার থেকে সংসদের বিলুপ্তি কার্যকরের সুপারিশ করেছি।’ খবর এএফপি ও রয়টার্স।

তিনি আরো বলেন, ‘আমরা মানুষের সেবা করেছি। ভবিষ্যতেও আপনাদের সেবা করে যাব। আরও পাঁচ বছর দেশ শাসন করার জন্য আপনাদের সমর্থন চাচ্ছি।’

সংসদ বিলুপ্তির ৬০ দিনের মাথায় দেশটির জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এখন নির্বাচন কমিশন ভোটের দিন তারিখ ঠিক করতে বৈঠকে বসবে।