শনিবার । ডিসেম্বর ১৩, ২০২৫
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ২৫ জুন ২০২৫, ১:৪৪ অপরাহ্ন
শেয়ার

ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে অপতথ্য ছড়িয়েছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল: রাশিয়া


জাতিসংঘে নিযুক্ত রুশ রাষ্ট্রদূত ভাসিলি নেবেনজিয়া অভিযোগ করেছেন, হামলার অজুহাত বানাতে ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল অপতথ্য ছড়িয়েছে বলে অভিযোগ করেছে রাশিয়া। খবর আরটির।

জাতিসংঘের নিরাপত্তা পরিষদে গতকাল মঙ্গলবার রুশ রাষ্ট্রদূত বলেন, ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা আন্তর্জাতিক আইন অনুযায়ী অবৈধ। আর এসব হামলা তেজস্ক্রিয় দূষণের ‘বাস্তবিক ঝুঁকি তৈরি’ করেছে।

ইরানের পারমাণবিক স্থাপনাগুলো পর্যবেক্ষণের পর আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) প্রতিবেদনের কথা উল্লেখ করেন রুশ রাষ্ট্রদূত।

তিনি বলেন, তাঁরা জোর দিয়ে বলতে চান, আইএইএর প্রতিবেদনে এমন কিছু বলা হয়নি যে, ইরান তাদের পারমাণবিক মজুত সামরিক বা গোপন উদ্দেশ্যে ব্যবহার করছে।