শনিবার । ডিসেম্বর ১৩, ২০২৫
বাংলা টেলিগ্রাফ ডেস্ক দেশজুড়ে ১০ ডিসেম্বর ২০২৫, ১:৩৮ অপরাহ্ন
শেয়ার

রাজধানীর মা-মেয়ে হত্যার মূল অভিযুক্ত গৃহকর্মী গ্রেপ্তার


Mohammadpur murder

রাজধানীর মোহাম্মদপুরে মা–মেয়েকে হত্যার মূল অভিযুক্ত পলাতক গৃহকর্মী আয়েশাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (১০ ডিসেম্বর) দুপুরে পুলিশ সূত্র জানায়, ঝালকাঠির নলছিটি এলাকায় আয়েশার গ্রামের বাড়িতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়েছে। মোহাম্মদপুর থানার ওসি মেজবাহ উদ্দিন গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।

হত্যাকাণ্ডের পর থেকেই আয়েশাকে মূল সন্দেহভাজন হিসেবে শনাক্ত করেছিল আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। তবে টানা অনুসন্ধানের পরও মঙ্গলবার রাত পর্যন্ত তার অবস্থান নিশ্চিত করা সম্ভব হয়নি। অবশেষে আজ দুপুরে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছে পুলিশ।

মোহাম্মদপুরের শাহজাহান রোডের একটি ফ্ল্যাটে চাঞ্চল্যকর মা–মেয়ে হত্যাকাণ্ডের পর থেকেই পলাতক ছিল এই গৃহকর্মী। পুলিশ বলছে, তাকে জিজ্ঞাসাবাদ করলে ঘটনার পেছনের উদ্দেশ্য ও বিস্তারিত তথ্য জানা যাবে।

গত সোমবার (৮ ডিসেম্বর) রাজধানীর মোহাম্মদপুরের শাহজাহান রোডে সোমবার সকালে মা–মেয়েকে হত্যার ঘটনা ঘটে। নিহতরা হলেন- লায়লা আফরোজ (৪৮) ও তার মেয়ে নবম শ্রেণির শিক্ষার্থী নাফিসা লাওয়াল বিনতে আজিজ (১৫)।
সিসিটিভির ফুটেজে দেখা যায় বাসার অভিযুক্ত গৃহকর্মী সকাল ৭:৫১ মিনিটে বোরকা পরে বাসায় ঢোকে এবং ৯:৩৬ মিনিটে নিহত নাফিসার স্কুল ড্রেস পরে বেরিয়ে যায়।

চার দিন আগে আয়েশা নাম নিয়ে ওই গৃহকর্মী বাসায় কাজে যোগ দিয়েছিলেন। ঘটনার পর পুলিশ বাসায় ধস্তাধস্তির আলামত পায় এবং বাথরুম থেকে দুটি ধারালো ছুরি উদ্ধার করে।