শুক্রবার । ডিসেম্বর ১২, ২০২৫
বাংলা টেলিগ্রাফ ডেস্ক জাতীয় ১১ ডিসেম্বর ২০২৫, ৬:৫১ অপরাহ্ন
শেয়ার

জাতীয় সংসদ নির্বাচন

প্রতীক বরাদ্দ ২১ জানুয়ারি


national-sangsad-election

ফাইল ছবি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থীদের প্রতীক বরাদ্দ হবে আগামী ২১ জানুয়ারি, আর ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ১২ ফেব্রুয়ারি। একই দিন অনুষ্ঠিত হবে জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন বিষয়ে গণভোটও। সেদিন সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত একটানা ভোটগ্রহণ চলবে বলে জানানো হয়েছে।

বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সন্ধ্যা ৬টার পর জাতির উদ্দেশে দেওয়া ভাষণে এ ঘোষণা দেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীন। তার এই তফসিল ঘোষণা বাংলাদেশ টেলিভিশন, বাংলাদেশ বেতারসহ বিভিন্ন বেসরকারি সম্প্রচারমাধ্যমে প্রচারিত হয়।

নির্বাচন কমিশন জানিয়েছে, এবার ভোটার সংখ্যা দাঁড়িয়েছে ১২ কোটি ৭৬ লাখেরও বেশি। পাশাপাশি বিদেশে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের জন্য পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার সুযোগ থাকছে। ইতোমধ্যে ৩ লাখের বেশি প্রবাসী তাঁদের ভোটার নিবন্ধন সম্পন্ন করেছেন।

অন্যদিকে, তফসিল ঘোষণার পরে রাজনৈতিক দল বা প্রার্থী কেউ যদি নির্বাচনী আইন লঙ্ঘন করেন, তবে বিধি অনুযায়ী কড়া ব্যবস্থা নেওয়া হবে বলে সতর্ক করে দিয়েছেন নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব আখতার আহমেদ।