শুক্রবার । ডিসেম্বর ১২, ২০২৫
স্পোর্টস ডেস্ক খেলা ৬ ডিসেম্বর ২০২৫, ৯:৫৩ অপরাহ্ন
শেয়ার

দক্ষিণ আফ্রিকাকে ৯ উইকেটে উড়িয়ে ভারতের সিরিজ জয়


africa-india

সংগৃহীত ছবি

সিরিজ নির্ধারণী তৃতীয় ওয়ানডেতে দক্ষিণ আফ্রিকাকে ৯ উইকেটের বড় ব্যবধানে হারিয়ে ২-১ ব্যবধানে সিরিজ নিজেদের করে নিয়েছে ভারত। বিশাখাপত্তনমে ৬১ বল হাতে রেখে পাওয়া এই দাপুটে জয়ে উজ্জ্বল ছিল ভারতের ব্যাটিং–বোলিং দুই বিভাগই।

২৭০ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই জয়ের ভিত গড়ে দেন দুই ওপেনার রোহিত শর্মা ও যশস্বী জয়সওয়াল। দু’জনে মিলে যোগ করেন ১৫৫ রানের জুটি। রোহিত ৭৩ বলে ৭৫ রান করে ফিরে গেলেও জয়সওয়াল থামেননি। ক্যারিয়ারের চতুর্থ ওয়ানডেতে প্রথম সেঞ্চুরি তুলে নিয়ে ১২১ বলে ১২ চার ও ২ ছক্কায় অপরাজিত থাকেন ১১৬ রানে। বিরাট কোহলি ৪৫ বলে হার না মানা ৬৫ রান করে ভারতের সহজ জয় নিশ্চিত করেন।

এর আগে টসে জিতে ফিল্ডিং নেয় ভারত। শুরুটা ধীরগতির হলেও কুইন্টন ডি কক দারুণ সেঞ্চুরি করেন—৮০ বলে তিন অঙ্ক ছুঁয়ে ৮৯ বলে ১০৬ রান, ইনিংসে ছিল ৮ চার ও ৬ ছক্কা। কিন্তু অন্য প্রান্তে কেউ বড় ইনিংস খেলতে পারেননি। অধিনায়ক টেম্বা বাভুমা করেন ৬৭ বলে ৪৮, ম্যাথিউ ব্রিটজ ২৪, ব্রেভিস ২৯ এবং শেষদিকে কেশভ মহারাজ অপরাজিত ২০ রান করেন। ৪৭.৫ ওভারে ২৭০ রানে অলআউট হলো দক্ষিণ আফ্রিকা।

ভারতীয় বোলারদের মধ্যে প্রসিধ কৃষ্ণ ও কুলদিপ যাদব ছিলেন সবচেয়ে কার্যকর—দু’জনই নিয়েছেন ৪টি করে উইকেট। একটি করে উইকেট পেয়েছেন অর্শদিপ সিং ও রবীন্দ্র জাদেজা।

ডি ককের সেঞ্চুরি ছাপিয়ে ভারতের ব্যাটিং-বোলিংয়ের সমন্বিত শক্তিই শেষ পর্যন্ত নির্ধারণ করে দিয়েছে ম্যাচ ও সিরিজের পরিণতি।