শুক্রবার । ডিসেম্বর ১২, ২০২৫
বাংলা টেলিগ্রাফ ডেস্ক খেলা ৪ ডিসেম্বর ২০২৫, ৯:৫৩ অপরাহ্ন
শেয়ার

রংপুর রাইডার্সে ফিরলেন ইফতিখার আহমেদ


Iftekhar

দ্বাদশতম বিপিএল টুর্নামেন্টের জন্য রংপুর রাইডার্স পুরনো যোদ্ধাকে আবারো দলে ফেরাল। পাকিস্তানের অলরাউন্ডার ইফতিখার আহমেদ রংপুরের হয়ে খেলবেন বলে নিশ্চিত করেছে দলটি।

সর্বশেষ বিপিএল-এ রংপুরের হয়ে সর্বোচ্চ রান সংগ্রহ করেছিলেন তিনি। সাইফ হাসানের ৩০৬ রানের কাছাকাছি, ইফতিখার ৩০৫ রান করেছিলেন। ৩৫ বছর বয়সী এই ব্যাটার ১২ ম্যাচ খেলেছেন এবং অফস্পিন থেকে ৫ উইকেট নিয়েছেন।

রংপুর রাইডার্স সামাজিক মাধ্যমে জানিয়েছে, “রংপুরের হয়ে আবারও রাঙাবেন অলরাউন্ডার ইফতিখার আহমেদ। এবারও রংপুরের প্রতিনিধিত্ব করবেন পাকিস্তানের পাওয়ার হাউস।”

দলে স্বদেশী হিসেবে থাকছেন খাওয়াজা নাফি, ফাহিম আশরাফ ও সুফিয়ান মুকিম।

অন্যদিকে ২০২৪ সালের বিপিএলে রংপুরের হয়ে খেলা আফগান অলরাউন্ডার আজমতউল্লাহ ওমরজাই এবার দলে নিয়েছে সিলেট টাইটানস। সামাজিক মাধ্যমে সিলেট টাইটানস জানিয়েছে, আফগান পেস অলরাউন্ডার এবার তাদের দলের হয়ে খেলবেন।