
ছবি: সংগৃহীত
পাকিস্তান অনূর্ধ্ব-১৯ নারী দলকে ৭ উইকেটে হারিয়ে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ২-১ ব্যবধানে এগিয়ে গেল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী দল। সিরিজের তৃতীয় ম্যাচে দুর্দান্ত বোলিং ও দায়িত্বশীল ব্যাটিংয়ে স্বাগতিকরা দাপুটে জয় তুলে নেয়।
টস জিতে আগে ব্যাট করতে নেমে শুরু থেকেই বাংলাদেশের বোলারদের নিয়ন্ত্রিত আক্রমণে চাপে পড়ে পাকিস্তান। নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকা দলটি ২৪ রানে ৩ উইকেট এবং ৩১ রানে ৫ উইকেট হারিয়ে বড় সংগ্রহের পথ থেকে অনেকটাই ছিটকে যায়। শেষ পর্যন্ত নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে মাত্র ৮৬ রানই তুলতে পারে সফরকারীরা।
দলের পক্ষে ইমান নাসির করেন সর্বোচ্চ ২৩ রান এবং মেমুনা খালিদ যোগ করেন ১৯ রান। বাংলাদেশের হয়ে হাবিবা ও অতশী দারুণ বোলিং করে শিকার করেন ২টি করে উইকেট।
৮৭ রানের সহজ লক্ষ্য তাড়া করতে নেমে ব্যাটিংয়ের শুরুটা ভালো হয়নি বাংলাদেশের। দলীয় ৮ রানের মধ্যেই দুই ওপেনার বিদায় নিলে কিছুটা চাপ তৈরি হয়। তবে তৃতীয় উইকেটে জান্নাত ইমান্তা ও সাদিয়া ইসলামের দায়িত্বশীল ব্যাটিংয়ে ঘুরে দাঁড়ায় দল। ২৮ বলে ৩৫ রানের ইনিংস খেলে আউট হন সাদিয়া, কিন্তু অপর প্রান্তে জান্নাত ইমান্তা ২৫ বলে ৩০ রানে অপরাজিত থেকে দলকে পৌঁছে দেন জয়ের বন্দরে।
শেষ পর্যন্ত ৩৯ বল ও ৭ উইকেট হাতে রেখেই সহজ জয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী দল।









































