শুক্রবার । ডিসেম্বর ১২, ২০২৫
স্পোর্টস ডেস্ক খেলা ৭ ডিসেম্বর ২০২৫, ৮:৩৭ অপরাহ্ন
শেয়ার

ইংল্যান্ডকে হেসেখেলে হারালো অস্ট্রেলিয়া


australia

ছবি: সংগৃহীত

অস্ট্রেলিয়ার বোলিং তোপে দ্বিতীয় ইনিংসে মাত্র ২৪১ রানেই গুটিয়ে যায় ইংল্যান্ড। মাইকেল নেসারের দুর্দান্ত ফাইফার সত্ত্বেও ইনিংস পরাজয় এড়াতে সক্ষম হয় স্টোকসের দল। তবে স্বাগতিকদের সামনে লক্ষ্য দাঁড়ায় মাত্র ৬৫ রানের।

মামুলি এই লক্ষ্য তাড়া করতে নেমে ২ উইকেট হারিয়েই জয় তুলে নেয় অস্ট্রেলিয়া। ২২ রান করে ফেরেন পার্থ টেস্টের নায়ক ট্রাভিস হেড। এরপর ৩ রান করে সাজঘরে ফেরেন মার্নাস লাবুশেন। তবে এতে খুব একটা সমস্যা হয়নি স্বাগতিকদের। অধিনায়ক স্টিভেন স্মিথ মাত্র ৯ বলে দ্রুত ২৩ রান করে দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন। তার সঙ্গে অপরাজিত ছিলেন জেক ওয়েদারাল্ড (১৭*)।

এর আগে চতুর্থ দিনের শুরুতে ৯৬ রানের জুটি গড়া স্টোকস–জ্যাকসকে ভাঙেন নেসার। ৪১ রান করে ফেরেন জ্যাকস, ফিফটি করা স্টোকসকেও ফেরান তিনি। এরপর দ্রুত ধসে পড়ে বাকি উইকেটগুলো। ২৪১ রানেই শেষ হয় ইংল্যান্ডের ইনিংস।

প্রথম ইনিংসে জো রুটের সেঞ্চুরিতে ইংল্যান্ড তোলে ৩৩৪ রান। জবাবে পাঁচ ব্যাটারের ফিফটিতে ৫১১ রান করে বড় লিড নেয় অস্ট্রেলিয়া। আলোচনার কেন্দ্রবিন্দু ছিল মিচেল স্টার্কের ৭৭ রানের ইনিংস ও ইংল্যান্ডের পাঁচ ক্যাচ মিস।

দুই ইনিংস মিলিয়ে সর্বোচ্চ ৮ উইকেট পান মিচেল স্টার্ক। এই জয়ে অ্যাশেজে ২-০ ব্যবধানে এগিয়ে গেল অস্ট্রেলিয়া।