Search
Close this search box.
Search
Close this search box.

আবার অভিনয়ে ফিরলেন শাবনূর

shabnur
ফাইল ছবি

শাবনূর আবার ফিরছেন অভিনয়ে- এটা গুঞ্জন ছিলো ক’দিন আগেও। তবে এ নিয়ে এখন আর সংশয় নেই। একমাত্র সন্তানকে নিয়ে দেশে ফেরার পর অভিনয়ে ফেরা- না ফেরা নিয়ে কয়েকবার সংবাদ শিরোনামে এসেছেন তিনি। ‘ঝুলে থাকা’ ছবির শুটিংয়েও অংশ নিয়েছেন শাবনূর। এবার যোগ হলো নতুনমাত্রা। আবার বিজ্ঞাপনচিত্রে মডেল হয়েছেন জনপ্রিয় এই চিত্রনায়িকা।

গত মঙ্গলবার (১৫ ডিসেম্বর) এফডিসির ৮ নম্বর ফ্লোরে বিজ্ঞাপনচিত্রটির দৃশ্যধারণে অংশ নিয়েছেন শাবনূর। কাজের খাতিরে তিনি সেজেছিলেন লাল রঙের শাড়িতে। ‘ইউরোস্টার ক্রোকারিজ’- এর বিজ্ঞাপনের মডেল হলেন তিনি। এটি নির্মাণ করছেন আহমেদ ইলিয়াস। অচিরেই এটি বিভিন্ন টিভি চ্যানেলে দেখা যাবে বলে জানান তিনি।

শাবনূর নিজেও ভুলে গেছেন সব শেষ কোন বিজ্ঞাপনের কাজ করেছিলেন। স্মৃতি হাতেড়ে বললেন, ‘সম্ভবত একটা তেলের বিজ্ঞাপনে মডেল হয়েছিলাম। তারিখ মনে নেই।

দুই মাস অস্ট্রেলিয়ায় কাটানোর পর গত ১৫ নভেম্বর পুত্রসন্তান আইজানসহ দেশে ফেরেন শাবনূর। জানা গেছে, শিগগিরই তার অভিনীত ‘পাগল মানুষ’ ছবির বাকি শুটিং শেষ করবেন। ছবিটি পরিচালনা করছেন বদিউল আলম খোকন। এখানে শাবনূরের বিপরীতে অভিনয় করছেন শাহেন খান।

কাজে নিয়মিত হওয়ার ব্যাপারে তিনি বললেন, ‘সব মিলিয়ে কাজে ফিরতে পেরে অনেক ভালো লাগছে। আর আমি তো অভিনয় ছেড়ে যাইনি!’

chardike-ad